নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী আগামী ০৮/১২/২০২৪ তারিখে পিআরএল এ গমন করবেন। অবসর গ্রহণের পর তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
২৭ নভেম্বর ২০২৪ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বিশেষায়িত কারিগরি প্রতিষ্ঠান। দেশের গণপরিবহণ ব্যবস্থায় বাংলাদেশ রেলওয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষায়িত এই প্রতিষ্ঠানে দীর্ঘ ৩০ বছর রেলওয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালনের ফলে তিনি বিভিন্ন কাজে অমূল্য দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি দীর্ঘ চাকুরি জীবনে বিভিন্ন স্তরের পদে কর্মরত থেকে রেলওয়ে অপারেশন, বাজেট ব্যবস্থাপনা, রেল নেটওয়ার্ক, বাণিজ্যিক কার্যক্রমসহ বিশেষায়িত কার্যক্রম সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, স্টোরস ম্যানেজমেন্ট এবং পরিবহন ও বাণিজ্যিক ব্যবস্থাপনা সম্পাদনের মাধ্যমে মহাপরিচালক পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হলে তিনি বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে অসামান্য অবদান রাখতে সক্ষম হবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply