ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রতীক পেয়ে এরই মধ্যে ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা গণসংযোগে কোমর বেধে মাঠে নেমে পড়েছেন। ক্রমেই সরগরম হয়ে উঠছে প্রতিটি পাড়া-মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শীত ও কুয়াশা উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন। তারা ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছেন।
উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি ইউনিয়নের বিভিন্ন এলাকার আঁনাচে কানাচে ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। হাটবাজার, চায়ের দোকান, রেস্তোরা ও গ্রামগঞ্জে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। চায়ের চুমুকে চুমুকে আলোচিত হচ্ছে প্রার্থীদের নাম। প্রার্থীদের আলোচনা-সমালোচনায় মুখরিত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কি পাড়া, উড়িয়া, উদাখালী, গজারিয়া, ফুলছড়ি ও এরেন্ডবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম। নির্বাচনকে ঘিরে উপজেলার নবীন ও প্রবীণ প্রার্থীরা ব্যস্ত সময় পাড় করছেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে নির্বাচনী পরিবেশ। ভোটাররাও স্থানীয় সমস্যা নিয়ে দ্বারস্থ হচ্ছেন প্রার্থীদের নিকট। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা তাদের নিজেদের ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় তুলে ধরে ভোট চাইছেন। প্রায় সব প্রার্থীই বলছেন, আমিই যোগ্য। তবে ভোটাররা আগের তুলনায় অনেক সচেতন। তারা যোগ্য প্রার্থী দেখেই ভোট দিবেন।
উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৩‘শ ৫৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬, জাতীয় পার্টির ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন ও স্বতন্ত্র ২৬জন সহ মোট ৩৬ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭ জন ও সাধারণ সদস্য পদে ২২০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প ম ধাপে উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারী। এরমধ্যে কি পাড়া ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply