চট্টগ্রামের হালিশহরে টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পাহাড়তলীর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকার শাহজালার রাবার এন্ড ফোম নামে ওই কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার পর কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর আশপাশের ভবনের অনেক পরিবারের সদস্যদের স্থানীয়রা নামিয়ে আনেন। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেন তারা।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Design & Developed By: ECONOMIC NEWS