পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবং মেঘনা পেটের ফ্যাক্টরী বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে কোম্পানিটি দুটির কোন উৎপাদন না থাকায় ফ্যাক্টরী দুটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি ডিএসই’র একটি প্রতিনিধিদল কোম্পানি দুটির ফ্যাক্টরী পরিদর্শনে গেলে এমন তথ্য পায়।
দীর্ঘদিন লোকসানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট কোন প্রকার ডিভিডেন্ড না দেওয়াসহ এক প্রকার অস্তিত্বহীন অবস্থায় পড়ে রয়েছে। তাই বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে কোম্পানি দুটিতে পরিদর্শনে যায় ডিএসই’র প্রতিনিধি দল।
ডিএসই প্রতিনিধি দলটি সরেজমিনে গিয়ে কোম্পানি দুটির ফ্যাক্টরী বন্ধ পায়। প্রতিনিধি দলটি এই বিষয়ে ডিএসই কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply