নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি- সিইউডিএস’ প্রতি বছরের ন্যায় এ বছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চার অংশ হিসেবে অক্টোবরের ৪ তারিখে, সিইউডিএস অফিস প্রাঙ্গণে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে।
সর্বমোট ১২ টি দলের ২৪ জন বিতার্কিকসহ এতে অংশ নিয়েছিলেন দেশবরেণ্য বিচারকেরা, যারা তাদের বির্তক দক্ষতায় দেশ ও বিদেশে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছেন এবং সুনাম বয়ে এনেছেন।
জুলাই অভ্যুত্থানকে স্মরণে রেখে এবারের অন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতার থিম ছিল, ‘বিপ্লব’। অন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিতর্কে ১২ই অক্টোবর ২০২৪ ইং তারিখ ৪টি দল মুখোমুখি হয়েছে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। তুমুল এক জাঁকজমকপূর্ণ ফাইনালের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে আহেলি আযমান এবং মেহনাজ তাসনিম এর টিম ‘আগস্ট রিভলইউশন’ এবং রানার্সআপ হয়েছে শ্রাবস্তী তালুকদার এবং মাহিরা সাদিকা এর টিম “ফ্রেঞ্চ রিভলইউশন”।এছাড়া ডিবেটার অফ দা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেছেন আহেলি আযমান।
Design & Developed By: ECONOMIC NEWS