নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়ার শ্রীপুর এলাকার বিশিষ্ট মুরব্বি টিকরপাড়ার মরহুম বাবুল খান সাহেবের পুএ মরহুম আমিন খান সাহেবের সহধর্মিনী, ফখরুল খান, ফ্রান্স প্রবাসী কামরুল খান-মঈনুল খান- আতিকুল খান রফিকুল খান -জহিরুল খান পবন, গ্রীস প্রবাসী রফিকুল খান ও দেশে অবস্থানরত শফিকুল খান গণের মমতাময়ী মাতা ঢাকার ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে এবং দাউদপুরের বিশিষ্ট মুরব্বি মোঃ মজিদ মিয়ার সহধর্মিনী ও হাবিবুল ইসলাম রেসল, ফ্রান্স প্রবাসী ফখরুল ইসলাম রুবেল – জায়েদুল ইসলাম জুনেদ ও নুরুল ইসলাম জুবেল গণের মমতাময়ী মাতা ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উভয়ের চিকিৎসার খোঁজ নেয়ার জন্য মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, আইনজীবী নেতা এড আবেদ রাজা ও তাঁর স্ত্রী জাহেদা আবেদ হাসপাতালে যান। চিকিৎসা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
তাঁরা রোগীদ্বয়ের আরোগ্যের জন্য এলাকাবাসীর নিকট দোয়া কামনা করেন। উল্লেখ্য, রোগীদ্বয় এড আবেদ রাজার চাচী।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply