সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। নৌকা প্রতীকে মান্নান ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জ-১ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী সোনালী আঁশ প্রতীকে পান মাত্র ৪ হাজার ৯৫ ভোট।
জগন্নাথপুরে ৮৯ কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক পায় ৬০ হাজার ৭৮৭ ভোট। সোনালী আঁশ প্রতীক পায় ২ হাজার ৩১৯ ভোট। মোট প্রাপ্ত ভোট ৩২ দশমিক ৩৬ শতাংশ।
অন্যদিকে মন্ত্রীর নিজ এলাকা শান্তিগঞ্জ উপজেলার ৫৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে পরিকল্পনামন্ত্রী পান ৬৬ হাজার ২০৯ ভোট। তৃণমূল বিএনপি প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী পান ১ হাজার ৭৭৬ ভোট। মোট প্রাপ্ত ভোট শতকরা ৪৮ দশমিক ৭৭ শতাংশ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে প্রথমবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন এম এ মান্নান।
এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ের মাধ্যমে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply