বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তালিকায় সম্প্রতি চতুর্থবারের মতো শীর্ষে উঠে তাক লাগিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মুকুটে এবার নতুন পালক। নিজের ইউটিউব চ্যানেলেও জনপ্রিয়তায় বিশ্বের অন্যতম সব শীর্ষ নেতাদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন মোদি। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ২ কোটি ছাড়িয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেল দুই কোটি সাবস্ক্রাইবারের কোটা পূরণ করেছে। সাবস্ক্রাইবারের দিক থেকে বিশ্বের কোনো নেতাই এখন পর্যন্ত ইউটিউবে দুই কোটির ঘর স্পর্শ করতে পারেননি।
মোদির চেয়ে অনেক কম সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বালসানোরা, যার সাবস্ক্রাইবারের সংখ্যা ৬০ লাখের কিছু বেশি। তৃতীয় স্থানে যার নাম উঠেছে তিনি আর কেউ নন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ১১ লাখ। আর ৭ লাখ ৯৪ হাজার সাবস্ক্রাইবার রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইউটিউব চ্যানেলে।
শুধু দুই কোটি সাবস্ক্রাইবারই নয়, মোদির চ্যানেলে ভিউয়ের সংখ্যাও চমকে দেবে সবাইকে। চলতি ডিসেম্বরেই তার চ্যানেলের ভিউ ২.২৪ বিলিয়ন, যা জেলেনস্কির ভিউয়ের সংখ্যার তুলনায় ৪৩ গুন বেশি।
নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেলের কোনো কোনো ভিডিওর ভিউ ৪৫০ কোটি, যা অন্যান্য বিশ্বনেতাদের থেকে শুধু বেশিই নয় বরং এই সংখ্যা তাকে অন্য উচ্চতায়ও নিয়ে গেছে।
অন্য বিশ্বনেতাদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাবস্ক্রাইবারের সংখ্যা ৪ লাখ ১৯ হাজার। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ৩ লাখ ১৬ হাজার, আর্জেন্টিনার নেতা আলবার্তো ফার্নান্দেজের ৮১ হাজার এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে ৬৯ হাজার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply