পাকিস্তানে হজের আবেদনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশটির ধর্ম ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বছরের হজের আবেদন জমা দেয়ার সময়সীমা ২২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে হজ-ই-বাদল তথা বদলি হজের বিষয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। একজন ব্যক্তির পরিবর্তে অন্যজন হজ করাকে বদলি হজ বলে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২০২৪ সালের হজের আবেদন জমা দেয়ার সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছে। এর আগে ঘোষিত ১২ ডিসেম্বরের সময়সীমা মঙ্গলবার শেষ হওয়ার দিনে এ ঘোষণা দেয়া হয়।
এছাড়া পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, স্পনসরশিপ স্কিমে হজের আবেদনগুলো ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে গৃহীত হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের পরিপ্রেক্ষিতে মূল্যবান বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করার জন্য সরকার ঘোষণা করেছে, যারা বিদেশ থেকে ডলারে তাদের বকেয়া পরিশোধ করবে তাদের ব্যালোটিং ছাড়াই ‘বিজয়ী’ হিসেবে ঘোষণা করা হবে।
এছাড়াও গত পাঁচ বছরে হজ পালন করা তীর্থযাত্রীরাও ২০২৪ সালের হজের জন্য আবেদন করার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply