ইসরাইল ও হামাস ইস্যুতে সুর পাল্টাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধের শুরু থেকেই ইসরাইলকে সমর্থন জানিয়ে আসলেও এবার বলছেন ভিন্ন কথা। ইসরাইল সরকার ফিলিস্তিনের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে বরং দ্বি-রাষ্ট্র সমাধান চায় না বলে মন্তব্য করেছেন বাইডেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটনে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমার মনে হয় তার (নেতানিয়াহু) পরিবর্তন হওয়া দরকার। সেই সঙ্গে প্রশাসনেরও রদবদল প্রয়োজন। এই সরকার নিজের চলার পথই কঠিন করে তুলছে।’
বাইডেন বলেন, ‘ইসরাইলের ইতিহাসে নেতানিয়াহু সবচেয়ে রক্ষণশীল সরকার। তিনি দ্বি-রাষ্ট্র সমাধান চান না।’
তিনি বলেন, ‘ইসরাইলি বাহিনীর বোমা হামলায় গাজায় হাজার হাজার বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় তারা আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে।’
এর একদিন আগে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে গাজায় ইসরাইলের চলমান হামলা নিয়ে একই ধরনের কথা বলতে দেখা গিয়েছিল বাইডেনকে।
গত সোমবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘তারা (ইসরাইল) হামাসকে নির্মূল করা না পর্যন্ত আমরা তাদের সামরিক সহায়তা দিয়ে যাব। কিন্ত আমাদের সতর্ক থাকতে হবে। তাদেরকেও (ইসরাইল) সতর্ক থাকতে হবে। রাতারাতি বিশ্ব সম্প্রদায়ের মত পাল্টে যেতে পারে।’
এর আগে হামাসের সঙ্গে যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ ইসরাইলি সামরিক বাহিনী নিজেদের হাতে নেবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসরাইলের পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইসরাইলি এ সংবাদমাধ্যমকে নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকা ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। যুদ্ধের পরে গাজায় একটি বেসামরিক প্রশাসন কাজ করবে। উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে এই উপত্যকায় পুনর্বাসন কাজ করা হবে। আমরা আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করব না।
– সিএনএন
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply