নিজস্ব প্রতিবেদকঃ আজ ২২ অক্টোবর ২০২৩ রবিবার সকালে তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের অফিসে পোশাক শিল্পের শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড মিটিং হয়। সভায় মালিক পক্ষ ১০,৪০০ (দশ হাজার চারশত) টাকা ও শ্রমিক প্রতিনিধি ২০,৩৯৩ (বিশ হাজার তিনশত তিরানব্বই) টাকা প্রস্তাব পেশ করেন। আবারো ১ নভেম্বর ২০২৩ সভা আহ্বান করে আজকের সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত প্রস্তাব প্রত্যাখান করে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, দেশের সকল গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা, ৬৫% বেসিক, ১০% ইনক্রিমেন্ট দাবি করে আসছে। এ দাবি ৪০ লাখ শ্রমিকের প্রাণের দাবি।
বজলুর রহমান বাবলু বলেন, আমরা বর্তমান জীবনযাত্রায় ব্যয়ের সাথে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে। সেই যুক্তিযুক্ত দাবি—দাওয়া মেনে নিয়ে আগামী সভায় পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণা করা হোক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply