নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার ও স্বার্থ সুরক্ষার জন্য শ্রমিকদেরকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হবার যোগ্যতা অর্জন করতে হবে। জাতীয় সংসদ দেশের আইন প্রণয়ন করে। কিন্তু এই সংসদে কোন শ্রমিক প্রতিনিধি নাই। মালিকের প্রতিনিধি রয়েছে অসংখ্য। তাই আইন প্রণয়নের সময় শ্রমিকের স্বার্থ সুরক্ষা হয় না। ফলে শ্রমিক স্বার্থ সুরক্ষার জন্য শ্রমিকদেরকে জাতীয় সংসদে নির্বাচিত হতে হবে এবং সেই জন্য নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
আজ ২৩ সেপ্টেম্বর, শনিবার সকালে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের ৭ম সাধারণ সভা ও কাউন্সিল সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ এই অভিমত প্রকাশ করেন। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম পরিচালন লুনা আফরোজ, শ্রমিক নেতা শাকিল আখতার চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মোস্তফা আলমগীর রতন, শ্রমিক নেতা গোলাম ফারুক, ওয়াজি উল্লাহ, রেজাউল করিম, সাখাওয়াত হোসেন দুলাল, মোঃ সেলিম, হাজী বাহাউদ্দিন নোবেল, নবীউল্লাহ চৌধুরী, মোঃ সুজন প্রমুখ।
অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুবই দুর্বিসহ অবস্থার মধ্যে রয়েছে। একদিকে শ্রম আইনের কালাকানুনের নিপীড়ন অপর দিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার কষাঘাতে শ্রমিক জীবন দিশেহারা। বর্তমান উর্ধমুখী বাজার ব্যবস্থায় শ্রমিকের আয়ের তুলনায় ব্যয় বেশি। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করেও ছেলে মেয়েদেরকে নিয়ে মানুষের মতো জীবন-যাপন করতে পারছেন না। ফলে অনেক শ্রমিক হতাশ হয়ে পড়ছে। এতে করে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি সম্মুখীন হচ্ছে। শ্রমিক ও দেশের ভাগ্য পরিবর্তনের জন্য শ্রমিক ঐক্যের কোন বিকল্প নেই। কাউন্সিলে মুহুর মুহুর স্লোগান উচ্চারিত হয়েছে, ঐক্য-ঐক্য-ঐক্য চাই, পরিবহন শ্রমিকের বৃহত্তর ঐক্য চাই।
কাউন্সিলে প্রবীণ আইনজীবী এডভোকেট জোবায়েদা পারভীনকে প্রধান নির্বাচন কমিশনার এবং মোস্তফা আলমগীর রতন ও শফিকুল ইসলাম কে নির্বাচন কমিশনার নির্বাচিত করে নির্বাচন সাব কমিটি গঠন করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। আয়োজনের মধ্যদিয়ে আগামীতে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply