নিজস্ব প্রতিবেদকঃ মানবাধিকারকর্মী আদিলুর রহমান ও নাসির উদ্দীন এলানসহ নিপীড়নমূলক আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে শাহবাগ জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ‘সংক্ষুদ্ধ নাগরিক সমাজ’।
আজ শুক্রবার বিকাল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দীণ এলানের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট নারীনেত্রী ফরিদা আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, মানবাধিকার সংগঠক নূর খান লিটন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কসা পার্টির সম্পাদক কমরেড সাইফুল হক, টিপু বিশ্বাস, লেখক শিবিরের সম্পাদক ইকবাল হোসেন, পরিবেশবাদী আন্দোলনের নেত্রী সৈয়দা রেজওয়ানা হাসান, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, আফরোজা ইসলাম আখি, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেনিন, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমসহ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান ও নাসির উদ্দীন এলানসহ গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং সম্প্রতি পাস হওয়া সাইবার নিরাপত্তা আইন বাতিল দাবি জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিন ইয়ামীন মোল্লা, মশিউর রহমান, গোপালগঞ্জের ঈসমাইল হোসেন ও খুলনার সাইফুলের মুক্তি চাই।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply