নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু বেঁচে থাকলে হকার ও বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করতেন। বঙ্গবন্ধু না থাকায় এদেশের শ্রমজীবী মানুষ অভিভাবকহীন হয়ে পড়েছেন। দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করলেও দুঃখী মানুষের দুঃখ লাঘভ হয়নি। তাই জাতীয় শোক দিবসে হকার নেতৃবৃন্দ আক্ষেপ করে বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে হকারদের হকারদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতেন।
আজ ৩১ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ আয়োজিত এক শোক সভায় হকার সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এই অভিমত প্রকাশ করেন। শোক সভায় সভাপতিত্ব করেন হকার সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। বক্তব্য রাখেন, হকার সংগ্রাম পরিষদের কার্যকরী সভাপতি কামাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইজুদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক আবুল কালাম জুয়েল, খোকন মজুমদার প্রমুখ।
সভার শুরুতেই বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং তাদের শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সময় ঢাকা মতিঝিল এবং হলিডে হকার মার্কেটে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা করা হয় এবং বলা হয়, এই উচ্ছেদ অভিযান মাননীয় মেয়রের ওয়াদার বরখেলাপ। এ ব্যাপারে মাননীয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply