নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর উদ্দোগে অদ্য ২৮ শে আগস্ট ২০২৩ সোমবার মুসলিম লীগ-বিএমএল-এর চেয়ারম্যান এড্ভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে এক স¥রন সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির ভাষনে মুসলিম লীগ-বিএমএল চেয়ারম্যান এড্ভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি। জাতীয় চেতনার কবি, সাম্যের কবি, নবজাগরনের কবি সুফিবাদের কবি এবং মানবতার কবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের মননশীলতা ও চেতনাকে জাগ্রত করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কর্মে, কবিতায়, গানে ও সাহিত্যে পরাধিনতার শেকল ভেঙ্গে নব যাত্রা শুরু করার আকাঙ্খা ও আগ্রহ জাগ্রত করেছেন। তাঁর সাহসি ও সময়োপযোগি ভাব প্রকাশের মাধ্যমে জাতীয় জীবনে অবহেলিত জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠায় ন্যায় সংগত পথের উম্মেষ ঘটিয়েছেন। তাঁর অবদান চিরস¥রনীয় হয়ে থাকবে।
স¥রন সভায় অন্যান্যদের মধো বক্তব্য রাখেন দলীয় মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম এ মোমিন, সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ তফাজ্জল হোসেন, সাংগঠনিক স¤পাদক মোহাম্মদ মোখতার আহাম্মদ, যুব বিষয়ক স¤পাদক মোহাম্মদ কামরুজ্জামান, তথ্য গবেষনা ও প্রকাশনা স¤পাদক মোহাম্মদ মোখলেসুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক এড্ভোকেট আবু বকর, সহ-স¤পাদক মোশাররাফ হোসেন তারা প্রমূখ।
স¥রন সভা শেষে জাতীয় কবির রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply