নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চগড়ে পুলিশের সঙ্গে মুসল্লিদের দফায় দফায় সংঘর্ষ চলছে। শুক্রবার (৩ মার্চ) জুমার নামাজ শেষে বেলা ২টার পর চৌরঙ্গী মোড়সহ শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজের পর কাদিয়ানিদের ধর্মীয় অনুষ্ঠান বন্ধের দাবিতে মিছিল বের করা হয়। এতে বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে মিছিলকারীরা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।
পঞ্চগড়ের জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, ‘পরিস্থিতি এখনও উত্তপ্ত। তবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply