পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদের ২০২০-২১ অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ারের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর আগে গত বছরের ২৮ অক্টোবর ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জেনেক্স ইনফোসিসের পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরমধ্যে বুধবার বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন পেল কোম্পানিটি।
এই বোনাস শেয়ারের জন্য আগামি ১৭ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে জেনেক্স ইনফোসিসের শেয়ার থাকবে, তারা বোনাস শেয়ার পাবে।
উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক বোনাস শেয়ারের পরিমাণ।
কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৭৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ১.৯০ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৮৪ টাকা বা ৪৪ শতাংশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply