রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডমিনেজ স্টিল সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সাপ্তাহিক দর পতনের শীর্ষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করায় ডেমোক্রেটিক লীগ-ডিএল এর অভিনন্দন কমিউনিটি ব্যাংক ও সিয়ান গ্লোবালের মধ্যে টেকসই উন্নয়ন অংশীদারিত্ব চুক্তি মাধবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মাধবপুর শহর এখন অটোরিকশা, বাস ও সিএনজি এর দখলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ঢাকায় অ্যাঙ্কার ও কন্ট্রিভেন্সের গ্র্যান্ড পার্টনার মিট অনুষ্ঠিত মাধবপুর শিক্ষক প্রশিক্ষণর্থাদের মধ্যে সনদ বিতরণ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত

যে ৮টি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

প্রযুক্তির অগ্রগতির একটি বড় চমৎকার যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তা সকলেই একবাক্যে স্বীকার করতে বাধ্য। মেশিন বা ডিভাইস থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ্লিকেশন ছাড়াও বলতে গেলে এখন সারা দুনিয়ায় এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হয় না। আর এই প্রসঙ্গে যার নাম না নিলেই নয়, তা হল চ্যাট জিপিটি — এই মুহূর্তের জনপ্রিয় এআই টুল।

ওপেনএআই স্টার্টআপ নির্মিত এই এআই ভিত্তিক প্রোগ্রাম বা টুলটি চ্যাটবটের আকারে রেসিপি থেকে শুরু করে ফটোগ্রাফি টিপস প্রায় সমস্ত ধরণের প্রশ্নের উত্তর দিতে পারে। সেই প্রেক্ষিতে এটিকে নতুন ভার্চুয়াল ব্যবহৃত জিনিসকে হাতিয়ার করে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হয়। সেই জালিয়াতির চক্র থেকে রেহাই পায়নি এই চ্যাট জিপিটি টুলও।

আসলে ওপেনএআই কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে এই এআই ভিত্তিক কোনো অ্যাপ (Android বা iOS উভয়ের জন্যই) লঞ্চ করেনি। অথচ গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর, দুই জায়গাতেই এই নামের ভুয়া অ্যাপ রয়েছে, যা এর জনপ্রিয়তাকে কাজে লাগানোর চেষ্টা করছে। এমনকি এই অ্যাপগুলির মধ্যে কিছু কিছু অ্যাপ এক লাখেরও বেশি ডাউনলোড হয়েছে। সেক্ষেত্রে আপনাদের এই ধরণের ভুয়া অ্যাপ্লিকেশন সম্পর্কে সতর্ক করতে আজ আমরা ৮টি চ্যাটজিপিটি।

প্লে স্টোরে ঘাপটি পেতেছে এই ৮টি অ্যাপ, যেগুলো ভুলেও কখনো ডাউনলোড করবেন না:

১. GPT AI Chat ~ Chatbot Assistant: এই ভুয়া চ্যাটজিপিটি অ্যাপটি মোবটেক কোমপানির দ্বারা নির্মিত এবং এটি ইতিমধ্যে ৫০ হাজার বারেরও বেশি ডাউনলোড হয়েছে। এই অ্যাপটি যেকোনো বিষয় কভার করার দাবি করে এবং একাধিক ভাষায় কথা বলার প্রতিশ্রুতি দিয়ে ইউজারদের উন্নত অভিজ্ঞতা পেতে প্রলুব্ধ করে।

২. ChatGPT 3: Chat GPT AI: একমেন-এর তৈরি এই অ্যাপটি ইউজারদের একটি এআই মডেল বেছে নিয়ে তা দিয়ে কী কী করা যায়, সেই সম্পর্কে পরীক্ষার সুবিধা দেওয়ার কথা বলে। এমনকি এটি থেকে এআই চ্যাটবটের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করা যায়, সে সম্পর্কেও বিস্তারিত জানা যায় বলে দাবি রয়েছে।

৩. Talk GPT ~ Talk to ChatGPT: এই অ্যাপটি এক লাখের বেশি ডাউনলোড হয়েছে এবং এর ডেভেলপার টুইটসঅনগো কোম্পানি। ইউজাররা নিজস্ব ভয়েস ব্যবহার করে সরাসরি এই অ্যাপে প্রশ্ন করতে পারবেন এবং অ্যাপটি নাকি মানুষের মতো ভয়েসে তার উত্তর দেবে।

৪. GPT Writing Assistant, AI Chat: জিপিটি রাইটিং অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি মিক্স অ্যাপ ডেভেলপারের তৈরি যা গুগল প্লে স্টোর থেকে ৫০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। এটি এআই টুলের মাধ্যমে ব্যবহারকারীদের ৩ সেকেন্ডের মধ্যে ইমেইল, প্রবন্ধ এবং নিবন্ধ লিখতে সাহায্য করার দাবি করে। এছাড়াও এতে একাধিক টেমপ্লেট উপলব্ধ যা ব্যবহারকারীদের সিভি এবং সোশ্যাল মিডিয়া ক্যাপশনের বায়ো লিখতে সাহায্য করে।

৫. Aico ~ GPT AI companion: এআইকো ডেভেলপার তাদের এই অ্যাপটিকে ‘সবচেয়ে শক্তিশালী ভয়েসযুক্ত এআই চ্যাট অ্যাপ’ বলে থাকে। এটি রিয়েল-টাইম ভয়েস চ্যাট, জিপিটি এআই-৩ ফিচার সমর্থন করে এবং একাধিক ভাষায় কথা বলতে পারে। অস্বস্তির বিষয় এটাই যে, এই অ্যাপটি এক লাখেরও বেশি ডাউনলোড হয়েছে এবং এতে ইন-অ্যাপ পারচেজ অপশন অন্তর্ভুক্ত রয়েছে।

৬. PersonAI ~ Advanced chatbot: সমগোত্রীয় এই অ্যাপটি এক লাখেরও বেশি ডাউনলোড হয়েছে এবং এটি তৈরি করেছে স্মার্টফাই সলিউশন। ডেভেলপাররা এই অ্যাপটিকে বিনোদন বিভাগে প্রচারের জন্য রেখেছে যা ইউজারদের বিজ্ঞাপন দেখার জন্য ‘পুরস্কার’ প্রদান করে। এতেও রয়েছে ইন-অ্যাপ পারচেজ অপশন।

৭. Emerson AI ~ Talk & Learn: কুইকচ্যাটডটএআই প্রকাশিত এই অ্যাপটিতে বিশেষ সুবিধার জন্য ইন-অ্যাপ পারচেজ অপশন আছে। এটিও ৫০,০০০-এর বেশি ডাউনলোড হয়েছে।

৮. Chatteo ~ Chat with AI: প্লে স্টোর থেকে এটি ১ লাখেরও বেশি ডাউনলোড হয়েছে। দাবি করা হয়েছে, এটি ওপেনএআই জিপিটি-৩ -এর প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত এবং এটি বিভিন্ন ভাষা সমর্থন করে দীর্ঘতর উত্তর দেয়। তবে এটি আদতে তৈরি করেছে বিট্টা অ্যান্ড টেস্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS