নিজস্ব প্রতিবেদক: সমাজ সেবক রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব ক্ষুদ্র ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিজির বিরুদ্ধ মিথ্যা ও ভুয়া অভিযোগ দায়েরের প্রতিবাদে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল ৩০ জানুয়ারি সোমবার কচুয়া সার্কেল, চাঁদপুর এর কাছে গোলাম কিবরিয়া মিজি স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। যার নং ২২১।
স্মারকলিপিতে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তত্ব গোলাম কিবরিয়া মিজি উল্লেখ করেন যে, গত ১০ ডিসেম্বর ২০২২ তারিখে কচুয়া সার্কেল, চাঁদপুর এর কাছে শহিদুল ইসলাম, পিতা আরিফ হোসেন, সাং কাচিকাটা, সখিপুর, শরিয়তপুর। আমার বিরুদ্ধে যে মিথ্যা ভূয়া ষড়যন্ত্রমূলক যে অভিযোগ দায়েরের করেছে তা সম্পুর্ন বানোয়াট। আমি গোলাম কিবরিয়া মিজি শহিদুল ইসলাম নামের এই ব্যক্তিকে কখনো দেখিনি বা তার সাথে শত্রুতা শখতা বা পরিচয়ও নেই। অভিযোগে গোলাম কিবরিয়া মিজিকে হত্যা ও ডাকাতি মামলায় জড়ানো হয়েছে। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এছাড়াও কাচিকাটা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন একটি প্রত্যয়নপত্রে উল্লেখ করেন যে শহিদুল ইসলাম নামে কোন ব্যক্তি আমার ইউনিয়নের নাগরিক না। এই নামের ব্যক্তিকে আমি চিনি না। এমতাবস্থায় গোলাম কিবরিয়া মিজি তার বিরুদ্ধে আনিত অভিযোগ দায়েরকারী শহিদুল ইসলাম এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনিত অনুরোধ জানিয়েছেন। এছাড়াও গোলাম কিবরিয়া মিজি স্মারকলিপিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণের বহিঃপ্রকাশ করেছেন।
সচেতন মহল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গোলাম কিবরিয়া মিজির রাজনৈতিক সামাজিক সম্মান ক্ষুন্ন ও হেয়প্রতিপন্ন করার হিন-উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এ কর্মকান্ড করছে, আমরা তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply