মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেট টিটিসি’র ক্ষমতাধর ইন্সট্রাক্টর ওমর ফারুকে বদলীতে সিলেটে মিষ্টি বিতরণ মাসুদ রানা সৌরভ সভাপতি, সোহাগ মাহমুদ সম্পাদক—জুলাই যোদ্ধা সংসদ এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা রাজস্ব খাতে ১৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ৭ জন অভিযুক্ত ২য় বর্ষ পেরিয়ে ৩য় বর্ষে সিএইচটি বার্তা গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সম্বর্ধনা ও নব যোগদানকৃত অফিসারের সম্বর্ধনা ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী আটক ভৈরবে ২০ মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ বাংলাদেশ গলফ ফেডারেশনের সাথে ভিভো বাংলাদেশের অংশীদারিত্ব হবিগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৮ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার

এসএটোয়েন্টি লিগের ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ Time View

গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার নতুন ফ্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টি লিগের নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে বড় বড় তারকা ক্রিকেটারদের পাশাপাশি দল পেয়েছেন দেশি ক্রিকেটাররাও। তবে প্রোটিয়াদের সাদা বলের অধিনায়ক টেম্বা বাভুমা এবং টেস্ট দলের অধিনায়ক ডিন এলগার দল পাননি।

ডারবান সুপার জায়ান্টস: হেনরিখ ক্লাসেন, জনসন চার্লস, ম্যাথু ব্রেটজকে, কুইন্টন ডি কক, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কিমো পল, উইয়ান মুল্ডার, ক্রিশ্চিয়ান জনকার, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, কাইল অ্যাবট, সাইমন হারমার, জুনিয়র ডালা, দিলশান মাধুশাঙ্কা, রিস টপলি, পেনেলান সুব্রায়েন।

পার্ল রয়্যালস: জেসন রয়, ইয়ন মরগান, ডেন বিলাস, মিচেল ভ্যান বুউরেন, উইহান লুবে, জস বাটলার, ডেভিড মিলার, ফেরিস্কো অ্যাডামস, ইমরান ম্যানাক, কোডি ইউসুফ, এমনকি জোন্স, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি, বি জর্ন ফরটুইন, রেমন্ড সিমন্ডস, ওবেদ ম্যাককয়, কর্বিন বোশ।

জো’ বার্গ সুপার কিংস: ফাফ ডু প্লেসি, ডোনাভন ফেরেরা, জ্যানিম্যান মালান, রেজা হেনড্রিক্স, হ্যারি ব্রুক, কাইল ভেরেইন, লিউস ডু প্লয়ি, জর্জ গার্টন, লুইস গ্রেগরি, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, লিজাদ উইলিয়ামস, কালেব সেলেকা, নন্দ্রে বার্গার, মালুসি সোবোতো, মহেশ থিকশানা , গারল্যান্ড কোয়েৎজি।

এমআই কেপ টাউন: রাসি ভ্যান ডার ডাসেন, ডেওয়াল্ড ব্রেভিস, রায়ান রিকেল্টন, গ্রান্ট রোলোফসেন, ওয়েবলি মার্শাল, ওডেন স্মিথ, জর্জ লিন্ডে, ডুয়ান জানসেন, ডেলানো পটজিটার, রশিদ খান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, বিউরান হেনড্রিকস, ওলি স্টোন, ওয়াকার সালামখেইল, জিয়াদ আব্রাহামস, কাগিসো রাবাদা।

সানরাইজার্স ইস্টার্ন কেইপ: ত্রিস্তান স্টাবস, সারেল এরউই, জর্ডান কক্স, অ্যাডাম রসিংটন, মার্কুইস অ্যাকারম্যান, আইডেন মার্করাম, মার্কো জানসেন, সিসান্দা মাগালা, ব্রাইডন কারসে, জেজে স্মুটস, টম আবেল, আয়া গকামানে, রোইফ ভ্যান ডার মারওয়ে, জেমস ফুলার, মেসন ক্রেন, জুনায়েদ দাউদ, ওটনিল বার্টম্যান।

প্রিটোরিয়া ক্যাপিটালস: রাইলি রুশো, ফিল সল্ট, কুশল মেন্ডিস, উইল জ্যাকস, ক্যামেরন ডেলপোর্ট, থিউনিস ডি ব্রুইন, মার্কো মারাইস, জিমি নিশাম, ওয়েইন পারনেল, ইথান বোশ, শেন ড্যাডসওয়েল, জশ লিটল, আদিল রশিদ, শন ভন বার্গ, ডারিন ডুপাভিলন, অ্যানরিখ নরকিয়ে, মাইকেল প্রিটোরিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS