
রাজধানী একটি অভিজাত হোটেলে এরফান গ্রুপের পন্য এরফান চিনিগুড়া এরোমেটিক চাল এর সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলে জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেত্রী তাসনিয়া ফারিন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তাসনিয়া ফারিন এরফান চিনিগুড়া এরোমেটিক চাল এর বিভিন্ন টিভি বিজ্ঞাপন, ওভিসি, ফটোসুটসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচারনার কাজে অংশ্রগহন করবেন। এই চুক্তির মেয়াদ হবে দুই বছর। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরফান গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম, মাহমুদ রহমান বুলবুল, ডিজিএম, সেলস এন্ড মার্কেটিং (রিটেল), জিয়াউর রহমান, এজিএম সেলস এন্ড মার্কেটিং (হোলসেল), এস এম সোরমান আলী, ম্যনেজার (এইচ আর এন্ড এ্যাডমিন), মাসুদ পারভেজ, ম্যানেজার-একাউন্টস, এরফান গ্রুপ এর ব্রান্ড ম্যানেজার সাজ্জাদ মোহাম্মদ জহিরসহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply