
বাংলার মুখ উজ্জ্বল করেছে
বাংলাদেশের হাফেজ ,
এদিকে কারো মাথা ব্যথা নেই
শুধু রাজনৈতিক মারপ্যাঁচ।
কাকে মেরে কে নিবে ক্ষমতা
কার দল করবে ভারী ,
সারাক্ষণ শুধু এটাই হিসাব
ক্ষমতার আহাজারি ।
সত্তর দেশ পিছনে ফেলে
কালামে পাক কোরআন ,
তেলাওয়াতে শির করে উচু
বাড়ালো দেশের সম্মান।
মুসলমানের পরিচয় আনলো
বাংলার হাফিজি ছেলে ,
শান্তির সাম্রাজ্যর গড়ে তুলি
চল সকলে মিলে ।
কথা দিয়ে আমরা কথা রাখি
নামাজ পড়ি সকলে ,
প্রতিহিংসার রাজনীতি বন্ধ করি
আল্লাহু আকবার বলে
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply