ইউনিয়ন ব্যাংক পিএলসি’র সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান এবং পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ আবুল হাসেম প্রশাসক হিসেবে ০৫ নভেম্বর ২০২৫ তারিখে যোগদান করেছেন। তাছাড়া সহযোগী প্রশাসক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সর্বজনাব কাজী আব্দুল মান্নান ও মোঃ আল মেহেদী হাসান এবং যুগ্মপরিচালক মোঃ তরিকুল
ইসলাম ও সাগর হুসাইন একই তারিখে ইউনিয়ন ব্যাংকে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর প্রশাসক ও সহযোগী প্রশাসক মহোদয়গণ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, বিভাগীয় ও জোনাল হেড এবং শাখা প্রধানগণের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। গ্রাহকগণ যাতে আতংকিত না হয়ে বিশেষ প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা উত্তোলন না করেন এবং নির্ভয়ে নিয়মিত
লেনদেন চালিয়ে যান সে বিষয়ে গ্রাহকদেরকে আশ্বস্ত করার জন্য প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন। তাছাড়া সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে ব্যাংককে এগিয়ে নেয়ার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply