শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি সপ্তাহে। এসব কোম্পানি হলো— ইবনেসিনা, দুলামিয়া কটন, মিথুন নিটিং, তাল্লু স্পিনিং এবং বঙ্গজ।
সভায় কোম্পানিগুলো ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফল পর্যালোচনা করবে এবং ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
কোম্পানিগুলোর মধ্যে ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে বঙ্গজের বোর্ড সভা। একই দিনে বিকাল ৪টায় তাল্লু স্পিনিং ও দুলামিয়া কটনের বোর্ড সভা বসবে। আর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে মিথুন নিটিংয়ের সভা।
এরপর ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টায় ইবনেসিনার বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই দিনই প্রতিষ্ঠানটি ডিভিডেন্ড ঘোষণা করবে বলে জানা গেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply