হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানায় শনিবার (৩০-আগস্ট) পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খায়রুল বশরের নেতৃত্ব এসআই জয় পাল, এএসআই আব্দুল হান্নান, সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান সদরের প্রবেশ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি কে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া পারের মনছুর মন্ডলের ছেলে রিপন মন্ডল (২৮), নওগাঁ সদরের দুলাল সরদারের ছেলে হৃদয় সরদার (২৫) ও নওগাঁ সদরের চকপোশার সমসের সর্দারের ছেলে শিমুল সরদার (২৪)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Design & Developed By: ECONOMIC NEWS