আগামী ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নিবার্চন কমিশনকে (ইসি) চার মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
রাষ্ট্রদূতের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আজ বেলা ১১টার পর ইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মাইকেল মিলার একথা জানান।
মাইকেল মিলার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ’র জন্য অগ্রাধিকার। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সাথে সবসময়ই আছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী নির্বাচনে ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। আশা করি আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের ও সুষ্ঠু হবে। আগামী মাসে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।
মিলার আরও বলেন, ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। এ ছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করবে ইইউ।
Design & Developed By: ECONOMIC NEWS