নিজস্ব প্রতিবেদকঃ ভোটের আগে রাজনৈতিক দলের নিবন্ধনের কালো আইন বাতিল চাইলেন জনস্বার্থে বাংলাদেশ নামে রাজনৈতিক দলের চেয়ারম্যান বাবুল হোসেন জমাদার । গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন-বহুদলীয় গণতন্ত্রের চর্চা করতে হলে আমাদের দেশের রাজনৈতিক দলের নিবন্ধন আইন বদলাতে হবে। এটি বদলালেই নতুন নতুন দল এবং যে কোন ভাব্ধরার দলকে নিবন্ধিত করাটা অর্থপূর্ণ হবে। নিবার্চন কমিশনের পুরো ব্যবস্থাটাই আমলাতান্ত্রিক । আমলাতান্ত্রিক মানসিকতা থেকে বের হতে হবে।
রাজনৈতিক দলের নিবন্ধন আইনে যে তিনটি শর্ত দেওয়া হয়েছে তা কোন ভাবেই কাম্য নয়।
তিনি আরো বলেন ২০০৮ সালের পূর্বে বাংলাদেশের যে কোন নাগরিকের জন্য রাজনৈতিক দল গঠন করা উন্মক্ত ছিল। সেভাবেই করে দেওয়া উচিত। জনগনের রাজনৈতিক দলের নিবন্ধন না দেওয়ায় অধিকার ইসির নেই। একটি রাজনৈতিক দলের জন্য ইসি চাইতে পারবেন সেই দলের ১) গঠনতন্ত্র ২) কেন্দ্রীয় কমিটি ৩) প্রতীক ৪) ব্যাংক একাউন্ট ৫) কেন্দ্রীয় কার্যালয় ৬) নিবন্ধন ফি।
কিন্তু আমাদের দেশে তিনাট কালো আইন দিয়ে রেখেছে যেমন -১৯৭২ অনুযায়ী, কোনো দল নিবন্ধন পেতে চাইলে তিনটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে। এগুলো হচ্ছে— স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসনে বিজয়। সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন, সেসব আসনে মোট ভোটের ৫ শতাংশ অর্জন এবং কেন্দ্রীয় কমিটিসহ দলের একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় কার্যালয় থাকতে হবে। আর অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকার থানায় দলীয় কার্যালয় থাকতে হবে, যার প্রতিটিতে সদস্য হিসেবে কমপক্ষে ২০০ জন ভোটার থাকবেন।ইসির এই কালো আইন ধারা নতুন রাজনৈতিক দল নিবন্ধন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply