বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

আগামীকাল প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ এক্সট্রা—মোহরার (নকল নবিস) এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩০ অক্টোবর বুধবার ১১তম দিনের মতো সাব—রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশ (এক্সট্রা—মোহরার)’দের চাকুরী জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে।
কিন্তু এখনো পর্যন্ত দাবি আদায় না হওয়ায় আগামীকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার ১২তম দিনে দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমূখে পদযাত্রার ঘোষণা দিয়েছে সংগঠন দুটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাব—রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন এক্সট্রা—মোহরার/নকল নবীশদের জাতীয়করণের দাবিতে ১৯৮২ সাল হতে আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় এই দফায় নকল নবীশদের লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি চলছে।

স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকল নবীশদের চাকুরী জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেক সরকারের পালাবদল ঘটলেও নকল নবীশদের দাবি—দাওয়া আজও পূরণ করেনি।

বিগত প্রতিটি সরকারকে নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। একাধিকবার আশ্বাস দিলেও নকল নবীশদের দুঃখ—দুর্দশা লাঘব হয়নি। তাই বৈষম্য বিরোধী ছাত্র—জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা সাব—রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার/নকল নবীশদের চাকুরী জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করাই বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন।

আজকের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ আল—আমিন সরকার, মোঃ আজিজুল হক, এনামুল হাসান, মাসুদ রানা, শাহ রিপন, জাহাঙ্গীর আলম, সেলিনা আক্তার, রুবেল সহ কেন্দ্রীয়, বিভাগ, জেলা ও উপজেলার সর্বস্তরের নকল নবীশগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS