হরিপুর,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুরে বাঁসের বেড়া দিয়ে অবাদে পোনা মাচ শিকার করে চলছে দেখার যেন কেউ নাই। পতোন ডোবার বিল হতে শুরু করে শিহীপুর বধীজের দক্ষিন হতে মা ̧রা বধীজ হতে আবার জাদবপুর সেতু পর্যন্ত অর্ধশত বাসেঁর বেড়া দিয়ে অবাদে ছোট মাচ শিকার করে সকাল বেলা ̄’ানিয় হাট বাজারে বিμি করে আসছে। নিষিদ্ধ জাল বা রিং জাল দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ । রিং জাল,কাপা জাল ,ভাসা জাল ,কারেন্ট জাল , সুতি জাল সহ বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ শিকার করছেন কিছু অসাধু জেলে ও সাধারণ মানুষ।
এলাকা বাসি অনেকে মনে করছেন, অবাধে মাছের পোনা নিধনে বিলুপ্তি হতে চলেছে বিভিন্ন প্রজাতির মাছ। পোনা
মাছ নিধনের এই মহাযজ্ঞ বন্দ না হলে হারিয়ে যেতে বসেছে অনেক প্রজাতির মাছ । এব ̈পারে উপজেলা মৎস র্কমকতার সহিত যোগাযোগ করলে প্রতিবেদকে জানানযে, এ বছরে আমাদের ১২টি মোবাইল র্কোটের মাধ ̈মে অবধৈ ̈ জাল ধরে আ ̧নে পুড়ায়। অভিজান আমাদের অব ̈াহত আছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply