হরিপুর,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বাংলাদেশ জাতিয়তাবাদি মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও নিবর্াাচন সমপন্ন হয়েছে । বিএনপি অফিস চত্তরে মোঃ কুদ্দুস এর পরিচালনায় মোছাঃ সাবানাপারভিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হযেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে ব৩ব ̈ রাখেন র্মিজা ফয়সাল আমিন সাদারণ সম্পাদক জেলা বিএনপি ঠকুরগাঁও, জেড,মর্তুজা চৌধুরী তুলা ,সাবেক জাতীয় সংসদ সদস ̈ ঠাকুরগাঁও -২ , ফেরাতুন নাহার প ̈ারিস , সভাপতি জেলা মহিলা দল , মোছাঃ নাজমা পারভিন জেলা মহিলা দলের সম্পাদক, হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি জামালউদ্দীন ও সম্পাদক আবুতাহের। মোঃ হাফিজ উদ্দিন সভাপতি বাংলাদেশ ক…ষক দল হরিপুর উপজেল
শাখা প্রমুখ।
প্রতক্ষ ভোটে ব ̈লটের মাধ ̈মে নিরুংকুষ ভোটে র্নিবাচিত হন সভাপতি পদে মোছাঃ সাবানা পারভিন, মোছাঃ আয়েসা সিদ্দীকা, সাধারণ সম্পাদক, মোছাঃ মাবিয়া আ৩ার, সাংগঠনিক সম্পাদক পদে র্নিবাতি হন। দলিয় সুত্রে জানা যায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply