নিজস্ব প্রতিবেদকঃ বিগত ২৯/০৯/২০২৪ ইং তারিখে জাতীয় পার্টি একাংশ (রওশন)একাংশের সিদ্ধান্ত মোতাবেক ঐক্য প্রক্রিয়ার অংশ হিশাবে অদ্য ১৪/১০/২০১৪ইং তারিখে জাতীয় পার্টি (কাজি জাফার) একাংশের চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার এর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা-অনুষ্ঠিত হয়। বিস্তারিত আলোচনায় জাতীয় পার্টির সকল অংশকে একত্রে ঐক্যবদ্ধ করে একক জাতীয় পার্টি করার বিষয়ে ঐক্যমত্য হয়।
এলক্ষে সকল অংশের নেতৃবৃন্দের সাথে অনুরুপ আলোচনা করে একতৃত জাতীয় পার্টিতে গঠন প্রক্রিয়ার অংশ বাংলাদেশ জাতীয় পার্টি (বেজেপি) চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিষ্টার আন্দলিব রহমান পার্থ এবং জাতীয় পার্টির আরেক অংশ বাংলাদেশ জাতীয় পার্টি (ড.এম. এ.মতিন)এর চেয়ারম্যান জনাব ড. এম,এ মূকিত এর সাথে দ্রুত আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।
আলোচনা সভায় জাতীয় পার্টি (রওশন)এবং শের কো-চেয়ারম্যাম ও দলের মুখপাত্র সাবেক মন্ত্রী,এমপি জনাব গোলাম সারোয়ার মিলনকে ঐক্য প্রক্রিয়া পরিচালনার দ্বায়িত্ব প্রদান করা হয়। প্রক্রিয়ার কার্যক্রম পরিচালনা করার জন্য জাতীয় পার্টির (রওশন),সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব ফকরুল আহসান শাহজাদাকে প্রক্রিয়ায় যুক্ত করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply