পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর বিষয়ে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংক ৫০ কোটি টাকা কমিয়ে ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যুর জন্য অনাপত্তিপত্র দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যুর জন্য অনুমোদন কোম্পানির পর্ষদ সভায় অবহিত করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আলোচিত বন্ডটি হবে সাব-অর্ডিনেটেড বন্ড। যা হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটির বিপরীতে কোনো জামানত রাখা হবে না। মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply