হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে কুলিক নদীতে গোসল করতে নামে কাউসার আলী (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ কাউসার উপজেলার ভাতুরিয়া রামপুর কলোনি পাড়ার রমজান আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুর অনুমান এক টায় কুলিক নদীর ভাতুরিয়া এলাকার রাফিডাংগী নামক স্থানে। জানা যায়, গ্রামের কয়েকজন যুবকের সাথে কুলিকনদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নামে সাঁতার কাটার সময় পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় তার বাকি ছেলেরা তাকে অনেক খাঁজাখুজি করে না পেয়ে বাড়িতে খবর দেয়।
কাউসারের বাবা রমজান আলী বলেন, খবর পেয়ে নদেগিয়ে সেখানে অনেক খোঁজা খুজি করে তাকে পাওয়া যায়নি।
ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান সরকার নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে খোঁজা খুজি চলছে। নদীর পানিতে স্রোত বেশি থাকায় খোঁজতে সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply