ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ কূটনীতিককে বহিস্কার করেছে মস্কো।
শুক্রবার (১৫ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বহিস্কার করা কূটনীতিকদের যতো দ্রুত সম্ভব রাশিয়া ছেড়ে চলে যেতে হবে।
এদিকে মস্কোর সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে নিন্দা করে ইইউ বলেছে, রাশিয়া কর্তৃপক্ষের নেওয়া শুক্রবারের এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই। পুরোপুরিভাবে পাল্টা জবাব দিতেই এমন পদক্ষেপ নিয়েছে তারা।
ইইউ ভুক্ত করয়কটি দেশ থেকে গত মাসে কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিস্কার করা হয়।
গত মার্চ মাসের শেষে আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্র ৪৩ জন রুশ দূতাবাস কর্র্মীকে গুপ্তচরবৃত্তির সন্দেহে বহিস্কার করে। এরপর গত ৫ এপ্রিলে ইইউ ১৯ রুশ কূটনৈতিক মর্যাদার বিপরীত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেলজিয়াম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply