রাজধানীর উত্তরায় মহাসড়কে একটি প্রাডো গাড়ি থেকে টাকার বস্তা উদ্ধার করা হয়েছে। গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছিল। একটি ৫০ কেজির পাটের বস্তায় টাকাগুলো ছিল। গাড়ি থেকে দুজন আরোহীকে আটকও করা হয়। পরে তাদের টাকাসহ সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়।
বুধবার (৭ আগস্ট) বিকেলে হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১)।
সেখানে সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী বলেন, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি। এ সময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজন এবং আরও একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয়। বিকাল ৪টা ৫০ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। মাসুদ টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তায় আড়াই কোটি টাকা ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply