লায়ন মো. গনি মিয়া বাবুল–
ধরা যায় না, ছোঁয়া যায় না নিরাকার
তোমায় ছাড়া জীবন-জীবিকা অচল হাহাকার,
তুমি আছো সবই আছে, সবাই কাছে
তোমায় ছাড়া ফেসবুক টুইটার সবই মিছে।
স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে
তুমি আছো মিশে অগ্রযাত্রায় একসাথে,
ডিজিটাল বাংলাদেশ তোমায় ছাড়া নয়
প্রতিনিয়ত একসাথে আমরা করবো বিশ^জয়।
ব্যবসা-বাণিজ্য অগ্রগতি উন্নয়ন
রাত দিন সর্বক্ষণ তোমায় প্রয়োজন,
বিদ্যুৎ পানি গ্যাস ভ্যাট
চালিকা শক্তি তুমি ইন্টারনেট।
পরিচিতি: লায়ন মো. গনি মিয়া বাবুল
(কবি, গবেষক, কলাম লেখক ও সমাজসেবক)
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি
৫১, ৫১/এ, পুরানা পল্টন (৯ম তলা), ঢাকা- ১০০০।
ই মেইল: lionganibabul@gmail.com
ফোন: ০১৫৫২ ৬৩১১১৮, ০১৮৪২ ৬৩১১১৮
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply