স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের বেলান নদীতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সন্ধ্যায় বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক (৩৫) ও রোববার (১৪ জুলাই) দুপুরে জয়ন্ত রায়ের (২৫) মরদেহ উদ্ধার করে তারা।
এর আগে, গতকাল দুপুরে ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড় এলাকার বেলান নদীতে নির্মাণাধীন রাবার ড্যামের পাশ দিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় নিখোঁজ হন তারা।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, ডুবুরি টিমের সহায়তায় গতকাল সন্ধ্যায় বঙ্ক রায় ও আজ দুপুরে জয়ন্ত রায়ের লাশ উদ্ধার করা হয়েছে।
ভাবকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া ব্যক্তি বঙ্ক রায়ের সৎকার সম্পন্ন হয়েছে। আজ দুপুরে উদ্ধার হওয়া জয়ন্ত রায়ের মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর পানিতে ডুবে নিহত দুই যুবকের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply