শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

আফগানদের দাপট দেখিয়ে হারাল ক্যারিবীয়রা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

গ্রুপ পর্বের আগের তিন ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল আফগানিস্তান। নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষকে একশ রানও করতে দেয়নি তারা। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপসেরা নির্ধারণের ম্যাচে আফগানরা কেমন করে সেদিকে নজর ছিল অনেকেরই। কিন্তু হতাশ করেছে রশিদ খানের দল। বাজে বোলিংয়ে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান দেয়ার পর ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হয়েছে আফগানরা।

মঙ্গলবার (১৮ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে আফগানিস্তান। এই জয়ে গ্রুপ সি’তে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে জায়গা করে নিয়েছে আফগানিস্তানও।

রানখরার বিশ্বকাপে ড্যারেন স্যামি স্টেডিয়ামে টানা দুইদিন দেখা গেল রানবন্যা। আগেরদিন শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের বিপক্ষে দুইশর বেশি রান করার পর আজ এবারের বিশ্বকাপের সর্বোচ্চ সংগ্রহ পেল ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে ক্যারিবীয়রা। মাত্র ৫৩ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৯৮ রান করেন পুরান। ২৭ বলে ৪৩ রান করেন জনসন চার্লস।

২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে মাত্র ১১৪ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান।

এদিন শুরুটাই বাজে হয়েছে আফগানিস্তানের। দারুণ বিশ্বকাপ কাটানো রহমানউল্লাহ গুরবাজ রানের খাতা খুলার আগেই আকিল হোসেনের শিকারে পরিণত হন।

গুরবাজ ব্যর্থ হলেও গুলবদন নাইবের সঙ্গে জুটি বেঁধে ভালোই জবাব দিচ্ছিলেন ইবরাহিম জাদরান। কিন্তু দলীয় ৪৫ রানে গুদাকেশ মোতির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন নাইব। আউট হওয়ার আগে ১০ বলে করেন ৭ রান। অষ্টম ওভারে দুই বলের ব্যবধানে ইবরাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরান বিদায় নিলে বিপদ বাড়ে আফগানদের।

২৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৮ রান করেন ইবরাহিম। অন্যদিকে রানের খাতাই খুলতে পারেননি নাজিবুল্লাহ। দুজনকেই আউট করে ওবেদ ম্যাকয়। ৬৩ রানের মাথায় পঞ্চম ব্যাটার হিসেবে মোহাম্মদ নবি ১ রান করে বিদায় নেন ।

বল হাতে এক ওভারে ৩৬ রান দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ডে ভাগ বসানো আজমতউল্লাহ ওমরজাই ১৯ বলে ২৩ রান করে বিদায় নেন। বাকিদের মধ্যে করিম জানাত ১৪, নূর আহমেদ ২ ও নাভিন-উল-হক ৪ রান করে বিদায় নেন। ফজল হক ফারুকিকে সঙ্গে নিয়ে রানটা কিছুটা বাড়ানোর চেষ্টা করছিলেন রশিদ খান। ১১ বলে ১৮ রান করে শেষ উইকেট হিসেবে রাসেলের শিকারে পরিণত হন তিনি। ১১৪ রানেই থামে আফগানদের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওবেদ ম্যাকয় ৩ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। ৪ ওভারে ১টি মেডেনসহ মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন আকিল হোসেন।  ২ উইকেট শিকারে ২৮ রান খরচ করেছেন গুদাকেশ মোতি। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল এবং আলজেরি জোসেফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS