নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকের উপরে হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ ২২ মে ২০২৪ তারিখ, বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশরাফ আলী হাওলাদার।
তিনি বলেন আজ সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দ্বারা লাঞ্চিত ও নির্যাতিত হয় এবং তাদের ক্যামেরা ভাংচুরসহ মামলারও হুমকি দিয়ে থাকে।
তিনি আরো বলেন, সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রতিনিধি দৈনিক যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিক মোঃ জসিম উদ্দিনের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলার প্রতিবাদ ও নিন্দা জানাই এবং জড়িদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ রহিম শেখ, সহ-দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোঃ মনজুর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার লিজা, সদস্য আল মায়ামী, মোঃ হোসেন লিটন ও মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply