রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৪৫ জন। ঘটনার তদন্তে নিয়োজিত ইনভেস্টিগেটিভ কমিটি তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছে। খবর আইআরএ নভোস্তি।
স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) রাত ৮টার দিকে মস্কোর ক্রাসনোগোরস্ক এলাকায় ক্রোকাস সিটি হলে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। হামলার পরপরই এর দায় স্বীকার করে সন্ত্রাসী গোষ্ঠী আইএস।
হামলায় প্রাথমিকভাবে ৬০ জন নিহত হয়েছে বলে খবরে বলা হয়। যতই সময় গড়াচ্ছে নিহতের তালিকা ততই দীর্ঘ হচ্ছে। এ ঘটনার তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেভিভ কমিটি শনিবার (২৩ মার্চ) তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার স্থানে ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় আরও মৃতদেহ পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা বর্তমানে ১৩৩ জনে দাঁড়িয়েছে।
এদিকে হামলার ঘটনায় সংশ্লিষ্ট ১১ জনকে আটক করা হয়েছে। তাদেরকে ইউক্রেন সীমান্ত থেকে আটক করা হয় বলে জানিয়েছে রুশ নিরাপত্তা বাহিনী। এর মধ্যে চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন।
রাশিয়ার রাজধানী মস্কো একটি বিস্তৃত শহর যেখানে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষের বাস। হামলার শিকার ক্রোকাস সিটি হলটির অবস্থান রাজধানীর ক্রাসনোগোরস্ক এলাকায়।
এলাকাটি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে মাত্র ২০ কিমি (১২ মাইল) পশ্চিমে। এর ভেতরে একটি শপিং সেন্টার এবং একটি কনফারেন্স ভেন্যু রয়েছে।
ক্রোকাস সিটি হলে ২০০৯ সালে চালু হওয়া কনসার্ট হল একটি জনপ্রিয় বিনোদন স্থান। এর ধারণক্ষমতা প্রায় ৬ হাজার ২০০ জন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে একবার মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।
শুক্রবার সন্ধ্যায় এখানে পিকনিক দলের একটি কনসার্ট হওয়ার কথা ছিল। এ সময় ছদ্মবেশে তিন বন্দুকধারী হলের মধ্যে ঢুকে পড়ে। তারা খুব কাছে থেকে হলের মধ্যকার লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায় এবং আগুন সৃষ্টিকারী বোমা নিক্ষেপ করে। এতে হল ভবনে আগুন ধরে যায়।
শনিবার ক্রোকাস সিটি হলের বেশ কিছু ছবি গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, আগুনে হল ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply