মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

বিএসএমএমইউতে নীতিমালা না মেনে পদোন্নতির ছক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ নিয়ম অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-পরিচালক (জনসংযোগ) ফিডার পদের যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চার বছরমেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর। একই সঙ্গে থাকতে হবে জাতীয় সংবাদপত্রে সাংবাদিক হিসেবে চাকরির অভিজ্ঞতা ও সহকারী-পরিচালক (জনসংযোগ) ফিডার পদে ছয় বছরের অভিজ্ঞতা। বিএসএমএমইউ’র নীতিমালায় এমন যোগ্যতার বিষয় উল্লেখ থাকলেও পদোন্নতির ক্ষেত্রে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

বিএসএমএমইউ সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের মেয়াদ এ মাসেই শেষ হচ্ছে।

শেষ সময়ে তিনি তড়িঘড়ি করে তার পছন্দের তালিকায় থাকা ব্যক্তিদের বিভিন্ন পদে পদোন্নতি নিতে সাক্ষাৎকার (ভাইভা) নিচ্ছেন। বিজ্ঞপ্তি বা নীতিমালা অনুযায়ী এ ধরনের কোনো সুযোগ নেই। এ ছাড়া উপ-পরিচালক (আইন), উপ-পরিচালক (অর্থ হিসাব), উপ-পরিচালক (অডিট) পদসহ বিভিন্ন পদে এমন ব্যত্যয় হয়েছে।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল জানান, রেজিস্ট্রার বিভাগ এ নিয়ে কাজ করছে। তারা ভালো বলতে পারবে।

নীতিমালা না মেনে প্রার্থীদের ভাইভা কিভাবে নেওয়া হচ্ছে জানতে চাইলে রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, আমি এ বিষয়ে অবগত নই। তবে যদি এমন হয় আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) ফিডার পদের বিজ্ঞপ্তিটি বাতিলের জন্য উপচার্য ও রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছেন বিএসএমএমইউর সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার। কালের কণ্ঠকে তিনি বলেন, সাংবাদিকতা বিভাগে চার বছরমেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীধারী নয় এবং সহকারী পরিচালক (জনসংযোগ) পদের অভিজ্ঞতা নেই এমন কাউকে উপ-পরিচালক (জনসংযোগ) পদে নিয়োগ দেওয়া হলে সেটা এই পদের মর্যাদাকে সম্পূর্ণরূপে ভুলুণ্ঠিত করবে।

এর আগে ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি বিএসএমএমইউর সেকশন অফিসার (জনসংযোগ) পদে ডেইলি স্টার পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল, এই পদে আবেদনের যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চার বছরমেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে এবং একই সঙ্গে জাতীয় সংবাদপত্রে সাংবাদিক হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬১তম সভায় অনুমোদিত (২৫/৬/২০১৬) কর্মচারী (গ্রেড-৯-৩) নিয়োগ পদোন্নতি ও পদোন্নয়ন সংবিধিতে বলা হয়েছে, উপ-পরিচালক (জনসংযোগ), ফিডার পদ: সহকারী পরিচালক (জনসংযোগ), ফিডার পদে ন্যূনপক্ষে ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
এখানে সমমানের অন্য কোনো পদের কথা বলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS