ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচনে ভোটগ্রাহণ চলছে। প্রায় বিশ কোটি ৪০ লাখ ভোটার নতুন প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধি নির্বাচন করবেন। বিশ্বের সবচেয়ে বড় একদিনের নির্বাচন এটি।
আজ বুধবার স্থানীয় সময় বিকেলের দিকে ভোট গ্রহণ শেষ হবে। তিন টাইম জোনে ভোটগ্রহণ চলছে দেশটিতে। এদিনই নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে। তবে জাকার্তা ও জাভার কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে।
নির্বাচনের প্রধান তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে আছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ানতো, জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো।
ইন্দোনেশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম নির্বাচনি গণতন্ত্রের দেশ। আবার এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যেও সবথেকে বড়। ১৯৯৮ সালে সুহার্তোর শাসনামল শেষ হওয়ার পর থেকে দেশটি নিরবছিন্নভাবে গণতন্ত্রের পথে হাটছে। অর্থনৈতিক দিক থেকে প্রতিবেশী মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই ও থাইল্যান্ডের থেকে পিছিয়ে থাকলেও, ক্রমশ এই অবস্থার পরিবর্তন হচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply