ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার তুফাহ কবরস্থানে ১১০০ টি কবর খুঁড়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এছাড়া তারা সেখান থেকে ১৫০ টি মরদেহ ‘চুরি’ করেছে বলেও দাবি করেছেন গাজা কর্তৃপক্ষ।
শনিবার (৬ জানুয়ারি) গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কবরস্থানে ইসরাইলি সেনাবাহিনীর হামলা এবারই প্রথম নয়। গত মাসেও তারা কবর খুঁড়ে ৮০টি মরদেহ নিয়ে যায় তারা।’
গেল বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; আহত হয়েছেন কমপক্ষে ৫৭ হাজার।
এমন পরিস্থিতির মধ্যেও দক্ষিণাঞ্চলসহ গাজা উপত্যকাজুড়ে বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরাইল, যেখানে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে ‘নিরাপদ স্থানে’ সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের বোমাবর্ষণে গাজায় নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।
গাজার মিডিয়া অফিস বলছে, গাজা উপত্যকায় গণহত্যা চালাতে দখলদার বাহিনীর বিমান থেকে এরই মধ্যে ৪৫ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র এবং দৈত্যাকার বোমা ফেলা হয়েছে, যার মধ্যে কয়েকটির ওজন ছিল দুই হাজার পাউন্ড বিস্ফোরকের সমান। ইচ্ছাকৃতভাবে সব আবাসিক এলাকা লক্ষ্য করে এসব বিস্ফোরক ফেলা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply