হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে হিন্দুধর্মাব লম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে চুনারুঘাট থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে থানা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক এর সভাপতিত্বে ও থানার পুলিশ পুলিশর্শক তদন্ত প্রজিত কুমার দাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, (মাধবপুর-সার্কেল) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেল অফিসের ইন্সপেক্টর মোস্তফাফিজুর রহমান, চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রামকৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক প্রণয় পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলার সভাপতি শ্রী বিধান রঞ্জন পাল, সাধারণ সম্পাদক শ্রী সজল দাশ সহ উপজেলার বিভিন্ন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়।
সেই সঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু বলেন, সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামÐপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন এবং পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রণয় পাল জানান, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। এ বছর চুনারুঘাটে মোট ৮৬ টি পুজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply