নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা সাবেক শিল্পমন্ত্রী জননেতা কমরেড দিলীপ বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৪ দলের মুখপাত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী প্রবীণ জননেতা আমির হোসেন আমু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মান্যবর মি. ইয়াও ওয়েন, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি এবং জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি।
সমাবেশে বক্তব্য রাখবেন ১৪ দলীয় জোট সহ বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply