ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দেবে ডেনমার্ক। আগামী বছরে এই যুদ্ধবিমানগুলো ইউক্রেনের হাতে তুলে দেয়া হবে।
রোববার (২০ আগস্ট) ডেনমার্ক সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনর সঙ্গে এফ-১৬ যুদ্ধবিমানে ওঠেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটি ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার কথা বলেছে দেশটি। যার মধ্যে কয়েকটি বিমান আগামী বছরের শুরুতেই দেয়ার প্রতিজ্ঞা করেন ফ্রেডেরিকসেন।
এর আগে নেদারল্যান্ডস সফরে যান জেলেনস্কি। সে সময় দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটও এফ সিক্সটিন যুদ্ধবিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কয়টি বিমান দেয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য জানা যায়নি। দেশটির কাছে বর্তমানে ৪২টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমতি দেয় যুক্তরাষ্ট্র।
এদিকে ডেনমার্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেয়ার বিনিময়ে ন্যাটো জোটের সদস্য হবে না ইউক্রেন।
বিশ্বে সবচেয়ে সক্রিয় যুদ্ধবিমান এফ-১৬। এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান স্থল ও আকাশ দুপথেই হামলা চালাতে সক্ষম। কয়েক দশক ধরে হাজার হাজার এফ-১৬ বিমান তৈরি ও বিশ্বজুড়ে তা রফতানি করেছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকদের মতে, ফাইটার জেট পরিচালনায় দক্ষ হতে সময় লাগে। আপাতত এ বিমান ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াতে সাহায্য করবে।
এদিকে, রাশিয়ার সীমান্ত অঞ্চল এবং রাজধানী মস্কোয় সম্প্রতি ড্রোন হামলা বেড়েছে। রোববার (২০ আগস্ট) রাশিয়ার কয়েকটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ড্রোন হামলার কারণে মস্কোর দুটি বিমানবন্দরের ফ্লাইটের গতিপথও কিছু সময়ের জন্য বদলাতে হয়েছে। তবে রুশ ভূখণ্ডে হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply