গ্রেটা গারউইগের পরিচালনায় নির্মিত ফ্যান্টাসি-কমেডি ধাঁচের ছবি ‘বার্বি’। যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম তিন দিনে ছবিটির টিকিট বিক্রি হয়েছে ১৫৫ মিলিয়ন মার্কিন ডলারের। চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ড কালেকশন এটি। কিন্তু সিনেমাটির এতো জনপ্রিয়তার পিছনে কারণ কী জানেন?
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুলকে ঘিরে নির্মিত সিনেমা ‘বার্বি’। যে সিনেমায় রয়েছে এক ঝাঁক তারকা। সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই ইন্টারনেট জগতে চলছে তুমুল আলোচনার ঝড়। সবাই বেশ প্রশংসার সুরেই নিজেদের মতামত জানাচ্ছেন।
মূলত সোশ্যাল মিডিয়ায় বার্বি চরিত্রগুলোর পোস্টার হাস্যকর মিমের সঙ্গে প্রকাশ পাওয়ায় সিনেমাটি বেশ দ্রুত ভাইরাল হয়। তাছাড়া ফিল্ম স্টুডিও ওয়ার্নার ব্রাদার্স একটি ওয়েবসাইট তৈরি করেছিল, যা টিজার ট্রেইলার প্রকাশের সঙ্গে সঙ্গে সিনেমার পোস্টারগুলোতে ভক্তদের যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার ব্যবহারকারীরাও বার্বির মজার চরিত্রগুলো নিয়ে ভালোই মজেছেন।
আইকনিক ডল স্টোরি ‘বার্বি’কে সিনেমায় রূপ দিয়েছেন অস্কার মনোনীত মার্কিন পরিচালক গ্রেটা গেরউইগ। ৩৯ বছর বয়সী এই নির্মাতা ‘লেডি বার্ড’ সিনেমার জন্য সেরা পরিচালকের অস্কার মনোনয়ন পেয়েছিলেন। জানা গেছে, অনেক তারকার মিশেলে নির্মিত হয়েছে বার্বি সিনেমাটি।
হলিউডের কোন কোন তারকাকে বার্বিতে দেখা যাবে, তা বলার চেয়ে বরং সহজ হবে কে নেই তা খোঁজা। মার্গট রোবি ও রায়ান গসলিং রয়েছেন এতে কিন্তু এখানেই শেষ নয়; ফ্যাশন পুতুলের জগতে আরও দেখা যাবে এমারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককিননসহ আরও অনেককে।
এদিকে, ছবিটি দেখে কেউ বলছে অবিশ্বাস্য কারুকার্য! আবার কেউ বলছে, কস্টিউম এবং প্রোডাকশন ডিজাইন এত নিঁখুত কাজ করেছে যা দর্শকদের এই অনুভূতি দিয়েছে যে, এরা সত্যিকারের বার্বি। তাদের স্বপ্নের ঘর এবং তাদের পৃথিবী একদম জীবন্ত মনে হয়েছে।
এ নিয়ে মার্কিন সাময়িকী ভ্যারাইটি ম্যাগাজিনের সোশ্যাল মিডিয়া সম্পাদক ক্যাটসি স্টেফান বিশ্বাস করেন, বার্বি পরিপূর্ণ একটি চলচ্চিত্র। তিনি লিখেছেন, একটি বিস্ময়কর এবং মজার নারী হওয়ার অর্থ কী তা নিয়ে একটি সূক্ষ্ম ভাষ্য প্রদান করেছেন পরিচালক গ্রেটা গেরউইগ। সিনেমার গোটা টিম দারুণ করেছে। বিশেষ করে মার্গট রবি এবং রায়ান গসলিং তাদের ভূমিকায় অনবদ্য।
এছাড়া বার্বি সিনেমা নিয়ে দেশ-বিদেশে বাড়ছে উন্মাদনা। জানা গেছে, বার্বির প্রতি অতিরিক্ত ফ্যান্টাসির কারণে দর্শকদের মধ্যে একপ্রকার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এও জানা গেছে, গোলাপী জামা আর বার্বিডলের মত শারীরিক গঠন বানানোর জন্য এরই মধ্যে দেশ-বিদেশের অনেক দর্শকই নাকি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS