হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জে প্রাইভেট ক্লিনিকের চিকিৎসকদের কর্মবিরতী থাকায় ভোগান্তিতে পড়েছেন ভর্তি হওয়া রোগীরা পাশাপাশি গতকাল সোমবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে প্রসব ব্যথা নিয়ে আসা রোগীরা সদর হাসপাতালে ভর্তি হয়ে পড়েছেন বিপাকে। কারণ দুপুর ২টার পরে হাসপাতালের নিয়ম অনুযায়ী সিজার বন্ধসহ বিভিন্ন রোগের চিকিৎসকরা চলে যান।
শুধুমাত্র জরুরি বিভাগে একজন ডাক্তার থাকেন। কিন্তু তার পক্ষে সিজার কিংবা চিকিৎসা করা সম্ভব নয়। অনেকে বাধ্য হয়ে শহরের কোনো প্রাইভেট হাসপাতালে সিট না পেয়ে ঢাকা, সিলেট গেছেন সম্প্রতি ঢাকার সেন্ট্রাল হসপিটালের চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে চিকিৎসকরা এ কর্মবিরতীদের ডাক দেন।
কিন্তু কর্মবিরতীর ফলে বিভিন্ন রোগের অনেকু রোগীরা ডায়াগনষ্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন না। গতকাল রাত ৮টায় সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রসব ব্যথা নিয়ে জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ জন নারী ভর্তি হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদের স্বজনরা নিরূপায় হয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা, সিলেট নিয়ে যাচ্ছেন। এর মাঝে এক নবজাতকের মৃত্যু হয়েছে তাছাড়া অনেক রোগীরা বেকায়দায় পড়ে হাসপাতালে সিট না পেয়ে মেঝেতে পড়ে আছেন চিকিৎসার আশায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply