আবারও ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। চলতি মাসেই এ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ভারতীয় উপকূলবর্তী অঞ্চলে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘তেজ’। এটি ভারতের দেয়া নাম।
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এ খবর জানিয়েছে।
এতে বলা হয়েছে, এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাত হতে পারে অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে।
এদিকে, ঘূর্ণাবর্তটি ক্রমেই শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্ধ্র প্রদেশের দক্ষিণের জেলাগুলোতে এর প্রভাব পড়বে। এ জেলাগুলোতে আগামী পাঁচদিন ভারি থেক অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
কেবল অন্ধ্র প্রদেশই নয় এ ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশার উপকূলীয় এলাকাগুলোতেও বেশ কয়েকদিন টানা বৃষ্টি হবে। ওড়িশার দক্ষিণের জেলাগুলোতে ভারি বৃষ্টি হলেও অন্য জেলাগুলোতে বৃষ্টি হবে সামান্য।
এ ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে আগামী ৮ জুলাই শনিবার পর্যন্ত ভারি বৃষ্টি হবে ওড়িশা এবং অন্ধ্র প্রদেশে।
চলতি বছর বর্ষা অপেক্ষাকৃত কম শক্তিশালী ওড়িশায়। আগামী দুদিনের মধ্যে বৃষ্টির ঘাটতি কিছুটা হলেও কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এখনও পর্যন্ত ওড়িশায় ১৭১.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত। এটি স্বাভাবিকের থেকে প্রায় ৩১ শতাংশ বেশি। প্রতি বছর ওড়িশায় বৃষ্টির স্বাভাবিক পরিমাণ থাকে ২৪৭.৫ মিলিমিটার। এখনও পর্যন্ত দেওঘরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply