অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পালা শেষে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ পা রাখলেন কলকাতায়। আগামী দুই দিন কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে বিশ্বখ্যাত এই তারকা গোলকিপারের।
সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্টিনেজ। সেখানে তাকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এ সময় কলকাতা বিমানবন্দরে মোহনবাগান এবং আর্জেন্টিনা ভক্তদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সন্ধ্যায় কলকাতায় পৌঁছালেও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলকিপারের কর্মসূচি শুরু হবে মঙ্গলবার (৪ জুলাই) থেকে। দিন ভর নানা কর্মসূচিতে ঠাসা তার ব্যস্ততা।
মঙ্গলবার বাইপাস লাগোয়া মিলনমেলা প্রাঙ্গণে দুপুরে রয়েছে একটি অনুষ্ঠানে। সেই আয়োজনের মধ্যমণি গোলকিপার। ওই অনুষ্ঠানে শোনা যাবে এমিলিয়ানো মার্টিনেজ নিজের জীবনের গল্প। শোনাবেন তিনি নিজের মুখে।
মঙ্গলবার বিকেলে মোহনবাগান মাঠেও রয়েছে বিশ্বকাপজয়ী গোলকিপার নিয়ে বিরল আরও এক আয়োজন। তাকে দেয়া হবে মোহনবাগান রত্ন স্মারক। তার হাত দিয়ে উদ্বোধন হওয়ার কথা রয়েছে পেলে-ম্যারাডোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের।
এছাড়াও বুধবার (৫ জুলাই) শ্রীভূমিতে রাজ্যের মন্ত্রী সুজিত বসু আয়োজিত আরও এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে এই আর্জেন্টাইন তারকার। সেখান থেকে কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা তার।
এমিলিয়ানো মার্টিনেজের আগমনে কলকাতাশহরজুড়ে ফুটবল উন্মাদনা। মনে হচ্ছে এ এক অকাল বিশ্বকাপের জ্বরে উত্তপ্ত মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের শহর কলকাতা।
এর আগে সোমবার (৩ জুলাই) ভোরে বাংলাদেশে পা রাখেন মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক বাংলাদেশে অবস্থান করেছেন ১১ ঘণ্টার মতো। ঝটিকা সফরে তিনি দেখা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গেও দেখা হয়েছে তার। এছাড়া আর্জেন্টাইন গোলরক্ষকের দেখা পেয়েছেন ভাগ্যবান কিছু ব্যক্তিবর্গ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply